এলজিডি সেবার ওয়েবসাইট www.lgdsheba.com-এ আপনাকে স্বাগতম। আপনি যদি এই ওয়েবসাইটে ব্রাউজ করতে চান এবং ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখিত শর্তাবলী মেনে নিচ্ছেন এবং এই শর্ত অনুযায়ী এই সাইট ব্যবহার করবেন, যা এই ওয়েবসাইটের জন্য আমাদের গোপনীয় নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে এলজিডি সেবা ও আপনার মাঝে সমঝোতা তৈরি করবে।
www.lgdsheba.com এলজিডি সেবা-এর ওয়েবসাইট, যেখানে আছে সনদ সেবা সম্পর্কিত সব ধরনের তথ্য, সনদের জন্য আবেদন, সনদ ডাউনলোড সহ ইত্যাদি সুবিধা। এই ওয়েবসাইট ভিজিট করার আগে বা সাইটে সার্ভিস অ্যাক্টিভেশনের অনুরোধ করার আগে বা অনলাইনভিত্তিক সনদ আবেদন করার আগেই আমাদের শর্তাবলী ভাল করে পড়ে নিন। এই ওয়েবসাইটের যেকোন সার্ভিস সম্পর্কে জানার মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে আপনি নিচে উল্লেখিত শর্তাবলী মেনে নিচ্ছেন। আপনি এই শর্ত মেনে নিতে অপারগ হলে এসব সার্ভিস আপনি ভিজিট বা ব্যবহার করতে পারবেন না। আপনি যদি শর্তবহির্ভূত কোন উপায়ে কোন সার্ভিস ব্যবহার করেন, এলজিডি সেবা সিস্টেমটির ব্যবহার সাময়িক অথবা স্থায়ীভাবে কতৃপক্ষ বন্ধ করে দিতে পারে এবং আপনার কাজের ওপর ভিত্তি করে আপনার বিরুদ্ধে আইনী কঠোর ব্যবস্থাও নিতে পারে। এলজিডি সেবা যেকোন সময় এসব শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে এবং পরিবর্তিত শর্তাবলী অনলাইনে আপডেট হওয়ার সাথে সাথে কার্যকর হবে। আপনি কিছুদিন পর পর শর্তাবলীতে কোন পরিবর্তন হয়েছে কি না, তা চেক করায় সম্মত হচ্ছেন এবং নতুন শর্তের সাথে আপনার সম্মতির ওপর ভিত্তি করে এই ওয়েবসাইটে আপনার যাতায়াত এবং সার্ভিসের ব্যবহার নিয়ন্ত্রিত হবে।
‘‘LGDSHEBA’’ বা “এলজিডি সেবা” বা “up sheba” বা “ইউপি সেবা” সেবাপ্রদানকারী যেমন ''আমরা'' বা ''সাইট'' বা ''ইউপি ওয়ালেট'' বা ''UpWellet'' সম্পর্কিত শব্দ এই সাইটের মালিক ''অরেঞ্জ বিজনেস ডেভেলাপমেন্ট লিমিটেড''-এর জন্য ব্যবহৃত হচ্ছে, যার রেজিস্টারকৃত অফিস হচ্ছে অরেঞ্জবিডি, রোড ১, বাসাঃ ১৭১, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬, বাংলাদেশ। বি.দ্র.: ''আপনি'' শব্দটি সাইটের দর্শক ও ব্রাউজারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
www.lgdsheba.com সাইটের বিভিন্ন ফিচার ও সার্ভিসের জন্য নাগরিক ও ব্যবহারকারীর রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে। ব্যবহার ও রেজিস্ট্রেশনের শর্ত হিসেবে আপনি যেকোন প্রয়োজনে এলজিডি সেবাকে আপনার সাথে যোগাযোগের সম্মতি দিচ্ছেন। www. lgdsheba.com ওয়েবসাইট যেকোন নিরাপত্তা বিধি সম্বলিত এলাকায় এর ব্যবহার করা আপনার পাসওয়ার্ডরক্ষনাবেক্ষনের দায়-দায়িত্ব আপনার। আপনি সম্মতি জানাচ্ছেন যে তৃতীয় কেউ এই পাসওয়ার্ডটি কখনো জানবে না এবং এই পাসওয়ার্ডের আওতায় এই সাইটে করা প্রতিটি কর্মকান্ডের দায়িত্ব আপনার হবে, তা সেই কর্মকান্ড আপনি বা অন্য যে কেউ করে থাকুক না কেন। আপনার পাসওয়ার্ডের কোন ভুল ব্যবহার হওয়ার সাথে সাথে আপনি www.lgdsheba.com ঠিকানায় যোগাযোগ করবেন।
এই সাইট ব্যবহারে আপনার আচরণের ব্যাপারে আমাদের নিয়মকানুন বোঝার জন্য অনুগ্রহ করে -এর গোপনীয়তা নীতিমালা দেখে নিন। আপনি এই সাইট ব্যবহার চালিয়ে গেলে আমরা ধরে নেবো যে গোপনীয়তা নীতিমালা এবং শর্তাবলী আপনি মেনে নিচ্ছেন।
আপনি যা কিছু সাইটে এন্ট্রি করা থেকে বিরত থাকায় সম্মত হচ্ছেন, তা হলো:
১। এমন কোন তথ্য যা আপনি জানেন যে তা ভুল, অশুদ্ধ বা ক্রুটিপূর্ণ; ২। বাংলাদেশের নাগরিক নন, এমন ব্যক্তির জন্য সনদের আবেদন; ৩। সন্দেহভাজন ব্যক্তির তথ্য; ৪। চেয়ারম্যান বা সচিবের ভুল স্বাক্ষর; ৫। ইউনিয়নের এমন কোন তথ্য যা আপনি জানেন যে তা ভুল, অশুদ্ধ বা ক্রুটিপূর্ণ ও গোপনীয়; ৬। তথ্য অধিকার আইন অনুযায়ী প্রকাশ করা যাবে না এমন তথ্য;বিভিন্ন সময়ে এই এলজিডি সেবা ওয়েবসাইটে অন্যান্য সাইটের লিংক সংযুক্ত করা হবে। আপনার তথ্য প্রদানের সুবিধার জন্য এইসব লিংক যুক্ত করা হবে। এইসব ওয়েবসাইট আমাদের এনডোর্স করা নয় এবং এলজিডি সেবা বা অরেঞ্জবিডি কোনভাবেই এর জন্য দায়বদ্ধ নয়। এইসব বহিরাগত বা এক্সটার্নাল লিংক-এর কন্টেন্টসমূহের জন্য আমরা দায়বদ্ধ নই। তাই, আপনাকে নিজ দায়িত্বে এইসব লিংক ব্যবহার এবং এর ওপর নির্ভর করতে হবে। এক্সটার্নাল লিংক ভিজিট করার সময় অবশ্যই সেই সাইট ব্যবহারের শর্তাবলী ও নিয়মাবলী মেনে নিতে হবে। এলজিডি সেবার পূর্ব অনুমতি ছাড়া আপনার বা অন্য কারও নিয়ন্ত্রিত ওয়েবসাইটের হাইপারটেক্সট লিংক তৈরী করা হবে না। আপনার অ্যাকাউন্ট
এই সাইটটি ব্যবহার করার সময় অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড এর গোপনীয়তা সংরক্ষণ এবং কম্পিউটারে প্রবেশাধিকার, সবকিছু আপনাকে সংরক্ষণ করতে হবে। এছাড়াও আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এর মাধ্যমে যাবতীয় কাজের জন্য আপনি দায়বদ্ধ থাকবেন। আপনার প্রদত্ত অধিকারবলে এলজিডি সেবা বা অরেঞ্জবিডি ধরেই নেবে যে, আপনার অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড অবশ্যই আপনি কিংবা আপনার পক্ষে অন্য কেউ ব্যবহার করছে। আপনার জানামতে কিংবা অজ্ঞাতসারে আপনার অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড যদি অন্য কেউ ব্যবহার করেন এবং এর ফলে যদি আপনার কোন ক্ষতি হয়, তার জন্য কোনভাবেই এলজিডি সেবা বা অরেঞ্জবিডি দায়ী থাকবে না। আপনি এই মর্মে সম্মতি দিচ্ছেন যে, আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এর যেকোন অপ্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য এলজিডি সেবা তাৎক্ষণীকভাবে প্রয়োজনীয় যেকোন পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। সেইসাথে আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড অন্য কেউ ব্যবহার করার কারণে সৃষ্ট ক্ষতির জন্য সর্বতোভাবে আপনিই দায়ী থাকবেন। সাইটটি অবশ্যই এমনভাবে ব্যবহার করা যাবে না, যার ফলে সাইটের কাজে বাধা, ক্ষতি কিংবা বিচ্যুতি ঘটে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার নিজস্ব কম্পিউটার থেকে পাঠানো যাবতীয় তথ্য ও যোগাযোগের দায়ভার সম্পূর্ণ আপনার। কেবলমাত্র আইনগত ভাবে এই সাইটটি ব্যবহার করা যাবে। নিচের কোন কারণে এই সাইটটি অবশ্যই ব্যবহার করা যাবে না:
১। অন্যায়-অপরাধ অথবা বেআইনি কার্যকলাপের মাধ্যমে প্রতারণার আশ্রয় হিসেবে। ২। বেআইনি, আক্রমণাত্মক, অনৈতিক, অশালীন, শেস্নষাত্মক, শ্লেষাত্মক, অশ্লীল কিংবা ভীতিকারক কোন বিষয় পাঠানো, ব্যবহার কিংবা পুনরায় ব্যবহার; অথবা কপিরাইট, ট্রেডমার্ক, বিশ্বসত্মতা, গোপনীয়তা ছাড়াও যেকোন প্রকারের স্বত্বভঙ্গকারী কার্যকলাপ, কিংবা কোনভাবে থার্ড পার্টির জন্য ক্ষতিকর; অথবা আপত্তিকর; অথবা এমন কিছু যাতে সফটওয়্যার ভাইরাস, রাজনৈতিক বক্তব্য, ব্যবসায়িক আলোচনা, চেইন লেটার, সার্বজনীক ইমেইল বা স্প্যাম হিসেবে ববেচিত হয়। ৩। বিরক্তি, অসহযোগিতা বা অনর্থক হয়রানির উৎস হিসেবে ব্যবহৃত এমন ভাষা ও লেখা ।www.lgdsheba.com ওয়েবসাইটটি এবং এর অন্তর্ভুক্ত যেকোন পেইজ, তথ্য, সার্ভিস ও সেবা ১৮ বছরের কম বয়সী কারো ব্যবহারের জন্য নয়। যেকোন ধরনের সনদের ও সেবা ব্যবহারের জন্য www.lgdsheba.com সাইটে রেজিস্ট্রেশন করে আপনি নিজেকে ১৮ বছর বা তার বেশি বয়সের বলে সম্মতি জানাচ্ছেন। আপনার বয়স ১৮ বছরের কম হলে আপনার রেজিস্ট্রেশন আপনার অভিভাবকের মাধ্যমে করতে হবে। www.lgdsheba.com সাইটের যেকোন পণ্য বা সেবা সাবস্ক্রাইব করার সময়ে আপনার বয়স ১৮ বছরের কম ছিলো, এ প্রমাণ পাওয়ার সাথে সাথে www.lgdsheba.com আপনার রেজিস্ট্রেশন বাতিল করার ক্ষমতা রাখে।
এই ওয়েবসাইটে ব্যবহৃত যেকোন লেখা, ছবি, লোগো, বাটন চিহ্ন, গ্রাফিক্স, অডিও ক্লিপ, ডিজিটাল ডাউনলোড, সংগৃহিত ও সংরক্ষিত ডাটা এবং সফটওয়্যার এলজিডি সেবা অথবা তার কন্টেন্টসমূহ এলজিডি সেবার নিজস্ব সম্পত্তি এবং বাংলাদেশ কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত।
সকল লোগো, গ্রাফিক্স, পেইজ হেডার,ভিডিও, স্ক্রিপ্ট, কনটেন্ট এলজিডি সেবার রেজিস্টার্ড ট্রেডমার্ককৃত অথবা www.lgdsheba.com সাইটে ব্যবহারের জন্য অনুমোদিত। www.lgdsheba.com সাইটে ব্যবহৃত অন্যান্য ট্রেডমার্ক যা এলজিডি সেবার সম্পত্তি নয়, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সম্পত্তি এবং এলজিডি সেবার সাথে সম্পর্কযুক্ত এবং www.lgdsheba.com সাইটের সব ডিজাইন, ট্রেডমার্ক ও লোগোর মালিকানা এলজিডি সেবা বা অরেঞ্জবিডি লিমিটেডের।
এলজিডি সেবার লিখিত অনুমতি ছাড়া এর অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের কোন ট্রেডমার্ক, লোগো বা অন্যান্য মালিকানাভিত্তিক তথ্য (যেমন ছবি, লেখা, পেইজ লেআউট, ফর্ম) ফ্রেইম ব্যবহার করতে পারবেন না বা অন্যান্য ফ্রেইমিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন না। আপনি এলজিডি সেবার লিখিত অনুমতি ছাড়া এলজিডি সেবা বা অরেঞ্জবিডি বা www.lgdsheba.com-এর নাম বা ট্রেডমার্ক ব্যবহার করে কোন মেটা ট্যাগ বা হিডেন টেক্সট ব্যবহার করতে পারবেন না। যেকোন অননুমোদিত ব্যবহার এলজিডি সেবার দেয়া অনুমতি বা লাইসেন্স বাতিল করে দেবে। এলজিডি সেবা বা অরেঞ্জবিডি, বা এর সার্ভিস প্রোভাইডার বা এর পণ্য ও সার্ভিসকে ভুল, মিথ্যা, লজ্জাজনক বা অন্য কোনভাবে আপত্তিকর অবস্থায় না ফেলার সাপেক্ষে আপনাকে এই সাইটের হোমপেইজ হাইপারলিংক করার একটি স্বল্পমেয়াদী, ফেরতযোগ্য ও নন-এক্সক্লুসিভ অনুমতি দেয়া হচ্ছে। এলজিডি সেবার লিখিত অনুমতি ছাড়া আপনি এর যেকোন পণ্য ও সার্ভিসের লোগো বা অন্যান্য মালিকানাভিত্তিক গ্রাফিক পরিচিতি বা ট্রেডমার্ক লিংক-এর অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন না।
এলজিডি সেবা বা অরেঞ্জবিডি সবসময় যতটা সম্ভব সঠিক থাকার চেষ্টা করে। তারপরেও এই সাইটে ব্যবহৃত পণ্যের বিবরণ ও অন্যান্য কন্টেন্ট সঠিক, সম্পূর্ণ, বিশ্বস্ত, সাম্প্রতিক বা নির্ভুল না-ও হতে পারে। যদি এলজিডি সেবার কোন পণ্য এর বিবরণের থেকে ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনি অব্যবহৃত অবস্থায় তা ফিরিয়ে দিন। এলজিডি সেবা বা অরেঞ্জবিডি পণ্য এবং থার্ড পার্টি সম্পর্কে তথ্য দেয় এবং তালিকাভুক্ত পণ্য বিক্রেতা থার্ড পার্টিদের লিংক প্রদান করে।
www.lgdsheba.com কিছু নির্দিষ্ট সংখ্যক অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে চার্য পরিশোধ অনুমোদন করে। মূল্য পরিশোধের কাজটি 'একপে' পেমেন্ট গেটওয়ে-র মাধ্যমে হয়ে থাকে। পেমেন্ট গেটওয়ে একটি ভিন্ন প্রতিষ্ঠান যা আপনার কাছ থেকে মূল্য গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের জন্য ব্যাংকের কাছে পাঠিয়ে দেবে। পেমেন্ট গেটওয়ে আপনার ব্যাংকের সাথে সব ধরনের কার্যক্রমের দায়িত্বে থাকবে। সাইটে সনদ আবেদন বা ইউনিয়কে ডিজিটাল করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
আপনি নিচে দেয়া সেবা প্রদানকারীর ই-সার্ভিসের শর্তাবলী মেনে নিচ্ছেন। এছাড়াও আপনি সেবা প্রদানকারীকে এখানে দেয়া আপনার ব্যক্তিগত তথ্য সেবা প্রদানকারীর টেলিকম সার্ভিসে ব্যবহারের অনুমতি দিচ্ছেন। এলজিডি সেবা বা অরেঞ্জবিডি ব্যবহারের সময় আপনি এই চুক্তির বরখেলাপ করতে পারবেন না।